
প্রকাশিত: Wed, Mar 22, 2023 4:04 AM আপডেট: Tue, Apr 29, 2025 11:09 PM
হজ যাত্রীদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা প্রস্তুত, উঠে গেলো বয়সীমার বাধা
জাফর খান: হজের আগে চূড়ান্ত মেডিকেল চেকআপ, প্রয়োজনীয় ওষুধের তালিকা এবং মেডিকেল সেন্টার ব্যবহারে হজযাত্রীদের করণীয় বিষয়সমূহ উল্লেখ করে ২০২৩ সালের হজযাত্রীদের জন্য হজ প্রাক্কালীন ও হজব্রত পালন অবস্থায় সৌদি আরবে অবস্থানকালীন প্রয়োজনীয় দিক নির্দেশনা সম্বলিত ‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’ প্রস্তুত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
নির্দেশিকা’টি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট, ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালক এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যালয়ে পাওয়া যাবে। সময় টিভি/ কালের কণ্ঠ/ ঢাকা পোস্ট
চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম বিজি ৩০০১ ফ্লাইটটি আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।
রোববার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে।
তিনি জানান, চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে। প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইটের মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪টি, চট্টগ্রাম-মদিনা রুটে ৬টি, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
এর আগে সরকারিভাবে হজের জন্য দুইটি প্যাকেজ থাকলেও চলতি বছর একটি প্যাকেজের আওতায় এই কার্য্যক্রম চলবে। এ বছরে হজ পালনে ব্যয় হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা যা গত বছরের তুলনায় ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেশি।
এদিকে সোমবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার হজ পালনের ক্ষেত্রে ১২ বছর বয়সসীমার যে শর্ত আরোপিত ছিল তা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। ফলে হজে যেতে বয়সের বাধা থাকছে না। এর আগে গত ২০ ফেব্রুয়ারি এবার হজ পালনে সৌদি আরবের দেওয়া চারটি শর্তের মধ্যে ছিল- করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়াসহ হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ্ব) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]পবিত্র জুমাতুল বিদা’য় মুসল্লীদের উপচে পড়া ভিড়, বিশেষ মোনাজাত
[১]আজ পবিত্র লাইলাতুল কদর
[১] রমজানের শেষ দশ দিনে আমল দিলেন মাসজিদ আল-হারামের ইমাম
[১]ধর্মের বিরুদ্ধে বক্তব্যে সর্বোচ্চ শাস্তি চায় হাইকোর্ট
[১]বাংলাদেশি ভ্যানচালকের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ হলো সৌদি বাদশাহর আমন্ত্রণে
[১]কুমিল্লার দেবিদ্বারে দ্বীনের আলো ছড়াচ্ছে ওয়াহেদপুর কেন্দ্রীয় জামে মসজিদ এতিমখানা

[১]পবিত্র জুমাতুল বিদা’য় মুসল্লীদের উপচে পড়া ভিড়, বিশেষ মোনাজাত

[১]আজ পবিত্র লাইলাতুল কদর

[১] রমজানের শেষ দশ দিনে আমল দিলেন মাসজিদ আল-হারামের ইমাম

[১]ধর্মের বিরুদ্ধে বক্তব্যে সর্বোচ্চ শাস্তি চায় হাইকোর্ট

[১]বাংলাদেশি ভ্যানচালকের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ হলো সৌদি বাদশাহর আমন্ত্রণে
